মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » দৌলতখানে বোরাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
দৌলতখানে বোরাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান।।
ভোলার দৌলতখানে বোরাকের ধাক্কায় মাহমুদা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের মান্নান মাষ্টার মোড় এলাকায় এঘটনা ঘটে। নিহত মাহমুদা খাতুন ওই ওয়ার্ডের মৃত সিদ্দিকের স্ত্রী।
জানা যায়, মাহমুদা খাতুন সেহেরি খেয়ে ভোর সাড়ে ৬টায় পানি আনার জন্য টিউবওয়েলে যান। ঘরে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় কাজিরহাটগামী একটি বোরাকের ধাক্কায় ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এঘটনায় বোরাকটি আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।