মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » মেহেন্দিগঞ্জে হতে স্ট্যান্ডরিলিজ হয়ে বদলি হয়ে আসা আব্দুল্লাহ আল মামুন তিন দিনের ছুটি নিয়ে আজও যোগদান করেনি
মেহেন্দিগঞ্জে হতে স্ট্যান্ডরিলিজ হয়ে বদলি হয়ে আসা আব্দুল্লাহ আল মামুন তিন দিনের ছুটি নিয়ে আজও যোগদান করেনি
বানারীপাড়া প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ থেকে ছয়টি অভিযোগে অভিযুক্ত হয়ে স্ট্যান্ড রিলিজ ( শাস্তিমূলক) হয়ে বদলি হওয়া পরিসংখ্যানবিদ আব্দুল্লাহ আল মামুন নির্ধারিত তারিখের একদিন পর যোগদান করে তিন দিনের ছুটি নিয়ে গেলে ও আজ অবধি বর্তমান কর্মস্থল বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে যোগদান করেন নি। আজ তাকে মেহেন্দিগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। এ বিষয়ে বানারীপাড়া স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কবির হাসান সারাদিন.নিউজকে বলেন গত বৃস্পতিবার তার ছুটি শেষ হয়েছে। আজ পর্যন্ত সে যোগদান করেন নি। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন তাকে শোকজ করা হবে। একদিন পরে যোগদানের বিষয় জানতে চাইলে তিনি বলেন সেটা পূর্ব কর্মস্থলের কর্তৃপক্ষের বিষয়। এটার বিষয় ব্যবস্থা নেয়া বা তার কাছে জানতে চাওয়া আমার দায়িত্ব নয়। উল্লেখ্য বরিশাল সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যম তাকে বানারীপাড়া বদলি করা হয়েছে। বরিশাল সিভিল সার্জন মহোদয়ের অফিস স্মরক নং সিএসবি/প্রশা/২০২০/১১১৫/১(৭) তারিখ ২৮/৪/২০ মোতাবেক আবদুল্লাহ আল মামুনকে প্রশাসনিক বদলি করে বানারীপাড়া স্বাস্থ্য কম্প্লেক্সে বহাল করায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এম এস রমিজ আহম্মেদ স্বাক্ষরিত অফিস স্মরক নং উ স্বাক/মেহে/২০/৩৫২(৭) গত ৩০/৪/২০ ইং তারিখ অপরাহ্নে ছাড়পত্র প্রদান করে তিন দিনের মধ্যে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে যোগদান করতে বলা হয়। তার বিরুদ্ধে অফিসিয়ালি ৬ টি লিখিত অভিযোগ থাকায় তাকে এই শাস্তিমূলক বদলী করা হয়েছে।