শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
রবিবার ● ১০ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » ভালোবাসি মা- যে ভালোবাসা চোখের দেখায় পরিমাপ হয়না
প্রথম পাতা » সাহিত্য » ভালোবাসি মা- যে ভালোবাসা চোখের দেখায় পরিমাপ হয়না
৭৫৫ বার পঠিত
রবিবার ● ১০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালোবাসি মা- যে ভালোবাসা চোখের দেখায় পরিমাপ হয়না

কবিঃ মনি মুক্তা
---
‘মা’-
কখনো তোমাকে আদর করে জড়িয়ে ধরেছি
কিনা আজ আর মনে নেই
মনে নেই কখনো ভালোবেসে তোমায়
কখনো চুমু খেয়েছি কিনা…..
তোমার কোলে মাথা রেখে আহ্লাদী হয়ে ঘুমিয়েছি
কিনা আজ আর বলতে পারবোনা
বলতে পারবোনা কখনো আদর করে তোমার মুখে
দু গ্রাস ভাত তুলে দিয়েছি কিনা…..

‘মা’-
কখনো তোমার হাত ধরে কোন মেলায় গিয়ে পুতুল কেনার বায়না ধরেছি কিনা জানিনা
জানিনা কখনো রঙিন কোন জামা পড়ে তোমার কাছে
পরী সেজে গান করেছি কিনা….
নিজের সুখের স্বপ্ন কখনো তুমি দেখেছ বলেও
জানা নেই
জানা নেই জীবনে তোমার নিজের কোন শখ-আহ্লাদ
ছিলো কিনা…..

হয়তো তোমার ও মনে পড়েনা ‘মা’-
শৈশবের সেই দিনগুলোর পরে আর
তোমার এই মিষ্টি মেয়েটাকে কখনো
জড়িয়ে ধরেছ কিনা, ভালোবেসে চুমু খেয়েছ কিনা,
তোমার কোলে মাথা নিয়ে ঘুম পাড়িয়েছ কিনা
আদর করে হাতে তুলে খাইয়েছ কিনা,
কিংবা কোন মেলায় কখনো তাকে নিয়ে বেড়িয়েছ কিনা!

তাই বলে কি তুমি আমায় কখনো ভালোবাসোনি!
কিংবা আমি তোমায় ভালোবাসিনি!
আমাদের ভালোবাসা যে বাস্তবতার করাল গ্রাসে
পেয়েছে ভিন্ন রূপ, ভিন্ন মাত্রা….
যে ভালোবাসার বয়ে যাওয়া স্রোত তুমি আমি ছাড়া
কেউ বুঝবেনা কখনো, কোনদিন!
আমাদের এ ভালোবাসা যে অন্তহীন।

অথচ জানো ‘মা’!
আমার সবসময় মনে পড়ে কি করে তুমি
পৃথিবীর তাবৎ জঞ্জাল সরিয়ে আমাকে সব
পংকিলতা থেকে বাঁচিয়ে রেখেছিলে।
মনে পড়ে কি কঠিন বঞ্চনা, যন্ত্রণা সহ্য করেও
তোমার মেয়েটাকে মানুষ করার ব্রত নিয়েছিলে!
মনে পড়ে কি করে দিনের পর দিন নিজে খেয়ে না
খেয়ে আমায় ভালো-মন্দ খাইয়েছিলে,
নিজে ছেঁড়া কাপড় পরেও মেয়ের সাধ মেটাতে
তার সখের জামা কিনে দিয়েছিলে!
এমন ভালোবাসা কজনের ভাগ্যে জুটে বলো ‘মা’?

আমিও তোমায় ভালোবেসেছি ‘মা’—
তবে তোমাকে কষ্ট দিয়ে!
তোমার মনে পড়ে কি মা?
তুমি সারাদিন কত খাটাখাটুনি করতে!
কত শারীরিক, মানসিক যন্ত্রণা সহ্য করতে
সংসার নামক খোয়াড়ে!
তবুও মেয়ের আবদার মেটাতে সব সময়
মেয়ের ভাত বেড়ে দিতে,
কাপড় কেচে দিতে, এটা সেটা করে খাওয়ানোর
বায়না মেটাতে, বিছানা পেতে দিতে, মশারি টানিয়ে
মেয়ের ঘুম নিশ্চিত করে তার মাথায় হাত রেখে
নিজে নির্ঘুম রাত কাটাতে!

সবার কাছ থেকে কত কটু কথাই না এসবের জন্য
তোমায় শুনতে হয়েছে ‘মা’!
নিজে ঝড়- ঝঞ্ঝা সব মুখ বুঝে সহ্য করেও নিজের
ব্রতে অটল থেকেছ, একটু আঁচও লাগতে দাওনি
এই আমার গায়….
যে ব্রতের ফসল আজকের এই আমি!
এমন দরদী ভালোবাসা তুমি ছাড়া আর কে
বাসতে পারে!
তোমার তুলনা যে শুধু তুমিই মা!

খুব ইচ্ছে করে ‘মা’!
তোমাকে জড়িয়ে ধরে বলি তুমিই পৃথিবীর সেরা ‘মা’—
আর তুমি হয়তো জানোনা,
তোমার মেয়ে তোমাকে এমন ভালোবাসে
যে ভালোবাসা চোখের দেখায় পরিমাপ হয়না।
জানি, হয়তো কখনো তা বলা হবেনা—
তবু তোমাকেই জানাই আজ বিনম্র সালাম
দোয়া করো যেন তোমার ব্রতের মতো
অটল থাকে তোমারই আত্মজা।

কবিঃ মনি মুক্তা

বিসিএস শিক্ষা

সরকারী বিএম কলেজ, বরিশাল।





আর্কাইভ