শনিবার ● ৯ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » জমি ভোগ দখলের উদ্দেশ্যে বানারীপাড়ায় অস্ট্রেলান নাগরিকের দেয়াল পরিস্কার করতে প্রতিপক্ষের বাধা।
জমি ভোগ দখলের উদ্দেশ্যে বানারীপাড়ায় অস্ট্রেলান নাগরিকের দেয়াল পরিস্কার করতে প্রতিপক্ষের বাধা।
বানারীপাড়া প্রতিনিধি।
মহামারী করোনায় বাড়ি ঘর সহ সর্বত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সরকারী ভাবে দেশব্যাপী প্রচার প্রচারনাসহ সচেতনমূলক কর্মকান্ড পরিচালিত হওয়ায় বানারীপাড়া উপজেলার চাখার সংলগ্ন মাদারকাঠি গ্রামের ৩ নং ওয়ার্ডের অস্ট্রেলিয়ান প্রবাসী আঙ্গুরী বেগম তার বাড়ির চতুর্দিক প্রাচীর করা দেয়ালের এক পাশ পরিস্কার করার জন্য একজন লেবার কাজে লাগায়। দেয়াল পরিস্কার করতে শুরু করলে স্থানীয় সৈয়দ সেলিম গং গালাগালি করতে শুরু করে বলে অস্ট্রেলিয়ান নাগরিক আঙ্গুরির মা আলেয়া বেগম জানায়। তিনি বলেন আমাদের লেবারকে গালাগালী সহ ক্ষিপ্ত হওয়ায় আমরা লেবারকে উঠিয়ে আনি। এ কেমন জুলুম। আমরা আমাদের দেয়াল পরিস্কার করবো সেখানে ও তাদের বাধা। প্রসংগত বানারীপাড়া উপজেলার চাখার সংলগ্ন মাদারকাঠি গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত্যু মতিউর রহমান’র স্ত্রী মোসা.আলেয়া বেগমের ক্রয়কৃত ৫১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সৈয়দ সেলিমদের সাথে বিরোধ চলে আসছে। গত বছর ঘটনাচক্রে এসপি ঘটনার তদস্তে আসলে এক পর্যায়ে বাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দায়িত্ব নিয়ে নয় শতাংশ জমি বুঝিয়ে দেয় এবং বাকি জমি এক সপ্তাহের মধ্যে বুঝিয়ে দিবে বলে আশ্বাস দিয়ে উপরন্ত আঃ হালিম গং ঐ জমি ভোগ দখলের পায়তারা চালাচ্ছে বলে মোসাঃ আলেয়া বেগম অভিযোগ করেন। আলেয়া বেগম স্থানীয় সৈয়দ অলিউল ও তার ওয়ারিশগনদের কাছ থেকে বিভিন্ন সময়ে ৬৬/৬৭/৬৮ নং দাগে ঐ ৫১ শতাংশ জমি ক্রয় করেন যার মধ্যে ৩৬.৫ শতাংশ চৌহদ্দি দেয়া বাকি ১৫ শতাংশ অন্য জায়গা থেকে ভোগ দখল করবে বলে উল্লেখ থাকে। ঐ চোহদ্দি দেয়া জমি থেকে ৯ শতাংশ বুঝে পেলে ও বাকী জমির উপর লোলুপ দৃষ্টি পরে সৈয়দ হালিম ও তার কতিপয় ওয়ারিশদের বলে দাবি আলেয়া বেগমের । আলেয়া বেগম, সৈয়দ হালিম কিংবা সৈয়দ সেলিম কারো কাছ থেকে জমি ক্রয় না করে ও তাদের বাধার মুখে ক্রয় কৃত জমি ভোগ দখল করতে পারছে না। আলেয়া বেগমের চৌহদ্দিকৃত জমিতে সৈয়দ সেলিম ও সৈয়দ হালিম কিসের বলে ভোগ দখলে বাধা দিচ্ছে
এ জন্য এই বিরোধ নিস্পত্তির জন্য মতিউর রহমানের স্ত্রী মোসা. আলেয়া বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান বানারীপাড়া বরাবর সৈয়দ সেলিম ও সৈয়দ হালিমকে বিবাদী করে এবং বানারীপাড়া ওসি ইনচার্য বরাবর সৈয়দ অলিউলকে বিবাদী করে পৃথক পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করে। ৫নং সলিয়িবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু গ্রাম্য আদালতে বিষয় নিয়ে ১২ বার স্থানীয় শালিশ বৈঠকের ব্যবস্থা করলে ও একটি তারিখে ও বিবাদিরা হাজির না হওয়ায় চেয়ারম্যান মহোদয় দু পক্ষের শালিশ গনদের মতামত ও কাগজ পর্যালোচনা করে বাদীর পক্ষে রায় দেন। বর্তমানে রায় পেয়ে ও নিজের জমি ভোগ দখল করতে পারছে না অস্ট্রেলিয়ান নাগরিক আঙ্গুরি বেগম। পেশি শক্তি ব্যবহার করে তার জমি দখলের চেষ্টা করছে সৈয়দ সেলিম ও তার ওয়ারিসগন।