শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
শুক্রবার ● ৮ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » তবুও চাঁদ তোকেই কাছে পাওয়া
প্রথম পাতা » সাহিত্য » তবুও চাঁদ তোকেই কাছে পাওয়া
৮৫০ বার পঠিত
শুক্রবার ● ৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তবুও চাঁদ তোকেই কাছে পাওয়া

কবি : মনি মুক্তা

মুক্তা বেগম

জানি –
খুব করেই জানি!
তুই অনেক অনেক ভালো আছিস চাঁদ!
তাইতো এমন অবাক জ্যোৎস্নার জোয়ারে ভাসাস।

সত্যি–
কী দুঃসহ রকম সত্যি
কত-শত আলোক বর্ষ দূরে আছিস তুই!
তবুও মনে হয় এই বুঝি হাত বাড়িয়ে তোকে ছুঁই!

***
খোলা আকাশের নিচে একলা বসে
তোর মায়া-আলো মাখতে মাখতে গায়ে
আজ হঠাৎ মনে হয়;
আকাশের কোল থেকে তুই নেমে এসেছিস!
আর আমার নিঃসঙ্গতার পরম সঙ্গী হয়েছিস!

বিভোর আমার নাকে এসে লাগে তোর ঘ্রাণ
চোখের তারায় এসে লাগে তোর মায়া-মুখের টান
আমার চিবুক ছুঁয়ে যায় তোর আলতো হাসি
কানে কানে বলে যাস- “ভালোবাসি ভালোবাসি “।

***
হোক বিলাসী কল্পনা, হোক সে মায়া
তবুও তো চাঁদ তোকেই কাছে পাওয়া!

(০৪.০৫.২০২০)

কবি: মুক্তা বেগম
বিসিএস শিক্ষা
সরকারী বিএম কলেজ, বরিশাল।





আর্কাইভ