রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল(এম,এ) মাদ্রাসার আলিম ১ম বর্ষ অর্ধ বার্ষিক, আলিম নির্বাচনী, এবতেদায়ী ও দাখিল পর্যায়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ নুরুজ্জামান। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওঃ আজিজুর রহমান, মহাদ্দিস মাও. মো. রফিকুল ইসলাম, মুহাদ্দিস মাও. মো. নাছির উদ্দীন, সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল, ইয়াহইয়া ইসলাম মনির,সহকারী শিক্ষক কামরুল আহসান,ছাত্র অভিভাবক মোঃ আঃ কাদের,আঃ মালেক ও আঃ মতিন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখা, নৈতিক আচার-আচরণের বিষয়ে লক্ষ্য রেখে মানুষের মতো মানুষ হওয়ার পরামর্শ দেন। যাতে করে প্রত্যেকটি শিক্ষার্থী বোঝা না হয়ে পরিবার, সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নূরুল আমিন এর নিকট পরীক্ষার ফলাফল হস্তান্তর করলে অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ নুরুল আমিন ফলাফল প্রকাশ করেন। শেষে প্রতি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।