বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » এমপিওভুক্তির চূড়ান্ত তালিকায় ৪৯৯ মাদরাসা, বাতিল ৫৮টি
এমপিওভুক্তির চূড়ান্ত তালিকায় ৪৯৯ মাদরাসা, বাতিল ৫৮টি
নিজস্ব প্রতিবেদক, শিক্ষা মন্ত্রণালয় | ৩০ এপ্রিল, ২০২০
এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করার প্রস্তুতি প্রায় শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে এ তালিকা প্রকাশ করা হবে দুএকদিনেই। নির্বাচিত ৫৫৭টি মাদরাসার মধ্যে ৪৯৯টি মাদরাসা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। ৫৮টি মাদরাসা তালিকা থেকে বাদ পড়েছে।
বৃহস্পতিবার রাতে (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৪৯৯ মাদরাসার মধ্যে ৩২৪টি দাখিল মাদরাসা, ১১৯ টি আলিম মাদরাসা, ৩৪টি আলিম মাদরাসা ও ২২টি কামিল মাদরাসা আছে।
আর তালিকা থেকে ৩৪ টি দাখিল মাদরাসা, ৯ টি আলিম মাদরাসা, ৮টি ফাযিল মাদরাসা এবং ৭টি কামিল মাদরাসা বাদ পড়ছে।
সূত্র জানায়, প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৭৭টি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নির্বাচিত হয়েছিল। তথ্য যাচাই বাছাই তালিকা থেকে থেকে কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। শিগগিরই চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো তালিকা প্রকাশ করা হবে। একই সাথে প্রতিষ্ঠানগুলোকে এমপিও কোড এবং শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষকরা ২০১৯ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে বেতন ভাতা পাবেন বলেও জানিয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র। আর কোন প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে বলেও জানানো হয়েছে শিক্ষ। এমপিওনীতিমালা ২০১৮ অনুযায়ী তারা বেতন-ভাতা পাবেন।
এমপিওভুক্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৭৭টি প্রতিষ্ঠান মধ্যে মাদরাসা ছিল ৫৫৭টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ছিল৫২২টি। এর মধ্যে দাখিল মাদরাসা ছিল ৩৫৮টি, আলিম মাদরাসার সংখ্যা ছিল ১২৮টি, ফাযিল মাদরাসা ছিল ৪২টি ও কামিল মাদরাসা ছিল ২৯টি।
নতুন এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি ও বিএম সংযুক্ত ১০৮টি প্রতিষ্ঠান ছিল।
বিষয়: ##শিক্ষা #এমপিও #মাদ্রাসা