বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে মেঘনায় মাছ ধরা নিয়ে হামলা, ৫ জেলে আহত
চরফ্যাশনে মেঘনায় মাছ ধরা নিয়ে হামলা, ৫ জেলে আহত
চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৫ জন জেলে আহত হয়েছেন। বিষয়টি নিয়ে উভয়পক্ষ আছলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারির নিকট অভিযোগ করেছেন।
বুধবার (২২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন হাজিরহাট ঘাটের মাথায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহাবুব কবির বলেন, ভর্তি হওয়া জেলেদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
চিকিৎসাধীন জেলে শুক্কুর মাঝি বলেন, আমরা প্রতিদিনের মতো ভোরবেলা মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছি। কিছুক্ষণ পরে হারুন মাঝি আমাদের জালের পাশদিয়ে জাল পাতা শুরু করে। একপর্যায় জালের সাথে জাল মিলে আটকিয়ে যায় এতে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে যারযার মতো চলে যায়। তিনি বলেন, জাল তুলে ট্রলার নিয়ে ঘাটে আসলে হারুন মাঝি, রাকিব দেওয়ান, হৃদয়, শামিমসহ জয়নাল মিয়ার (কুট্টি জয়নাল) মাছের গদির ৮ থেকে ১০ জন লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। বিনাকারণে পূর্বপরিকল্পিত ভাবে এ হামলার উপযুক্ত বিচার দাবি করেছেন ভুক্তভোগী শুক্কুর মাঝি।
হামলার অভিযোগ অস্বীকার করে হারুন মাঝি বলেন, ওদের খামখেয়ালির কারনে আমাদের কিছু জাল নষ্ট হয়েছে। এ নিয়ে শুধু কথার কাটাকাটি হয়েছে বলে জানান অভিযুক্ত হারুন মাঝি।
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি বলেন, এ ঘটনায় থানায় মামলা করতে নিষেধ করা হয়েছে। এখন আহতদের চিকিৎসা চলছে। তাঁরা সুস্থ হলে স্থানীয়ভাবে হামলার ঘটনার মীমাংসার করা হবে।