শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশন ঢালচর বনবিভাগের ভূমিতে সীমানা পিলার
চরফ্যাশন ঢালচর বনবিভাগের ভূমিতে সীমানা পিলার
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
উপকূলীয় বন বিভাগ ভোলার চরফ্যাশন উপজেলার দূর্গম দ্বীপ ঢালচর রেঞ্জের পূর্ব ঢালচর সংলগ্ন সংরক্ষিত বনবিভাগের বনাঞ্চলে অবৈধ সীমানা পিলার পুতে প্রায় ২০ হেক্টর ভূমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছিলো ভূমিহীন নামধারী কতিপয় ভূমিদস্যুরা।
১০ নভেম্বর ( শুক্রবার)বেলা ১১ ঘটিকায়
ভোলা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হকের নির্দেশক্রমে সহকারী
ঢালচর রেঞ্জ কর্মকর্তা সুফল রায়ের নেতৃত্বে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে ভূমিতে স্থাপিত অবৈধ সীমানা পিলার উঠিয়ে ফেলা হয়েছে।
এতে বনবিভাগের সরকারী সম্পদ জবর দখলকারীদের কবল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২০ হেক্টর ভূমি।
দখলমুক্ত ভূমিতে করমজা গেওয়াসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা সুফল রায় বলেন, ভূমিদস্যুরা সীমানা পিলার পুতে বনবিভাগের সংরক্ষিত ভূমি দখলে নেওয়ার অপতৎপরতায় লিপ্ত।
ভূমি জবর দখল চেস্টাকারিদের বিরুদ্ধে মামলা করা হবে।
ঢালচর নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহানুভূতিকে পুঁজি করে ভূমি দখলকারিরা সংরক্ষিত বনবিভাগের ভূমি দখলের তৎপরতায় লিপ্ত।