মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
চরফ্যাশনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
ভোলার চরফ্যাশনে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।
মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কার্যক্রম শেষে সন্ধ্যার পর চরফ্যাশন শ্রী শ্রী হরি বাড়ি থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির সংলগ্ন পুকুরে একেক করে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
চরফ্যাশন শ্রী শ্রী হরি বাড়ি গত ৩০ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীপক্ষ। আর ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেছেন।
শ্রী শ্রী হরি বাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র দাস বলেন, সার্বজনীন দুর্গোৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতায় সুন্দরভাবে উদযাপন করা হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর ও সহযোগিতার জন্য ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রী শ্রী হরি বাড়ি পরিচালনা কমিটির সভাপতি সমীর মজুমদার।