বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » উপকুল » নৌকায় ভোট দিয়েছিলেন বলেই চরফ্যাশনে এত উন্নয়ন হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নৌকায় ভোট দিয়েছিলেন বলেই চরফ্যাশনে এত উন্নয়ন হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
মাহাবুবুর রহমান, চরফ্যাশন প্রতিনিধি।
ভোলার চরফ্যাশন উপজেলায় আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন উন্নয়ন পরিদর্শন করে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপনাদের প্রিয় সন্তান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে নৌকায় ভোট দিয়েছিলেন বলেই চরফ্যাশন ও মনপুরায় এত উন্নয়ন হয়েছে।
তিনি বলেন স্বল্পোন্নত থেকে ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশ চাইলে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে এদেশের মানুষ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) দুপুরে চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগ সরকার যে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলেছে, সেখানে দল-মত নির্বিশেষে সবাইকেই সেবা দেয়া হচ্ছে। স্বাস্থ্য সেবায় আমরা বিএনপির মত স্বার্থপর হইনি।
তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি, সমৃদ্ধ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে। মনে রাখবেন আর যদি বিএনপি ক্ষমতায় আসে ২০০১ সালের মত কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিবে, বয়স্ক, বিধবা, পঙ্গু ভাতা বন্ধ করে দিবে, জামায়াত ও জঙ্গিবাদের উত্থান হবে। দেশকে বাঁচাতে আওয়ামী লীগের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
সম্মানিত অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রমূখ।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন এবং শশিভূষণ নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, অত্যাধুনিক দৃষ্টিনন্দন খাসমহল জামে মসজিদ ও বাসটার্মিনালসহ বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন অবকাঠাম পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক।