বুধবার ● ২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আইন-শৃংখলা » ফ্রিল্যান্সিং-এ সফল ইতিহাসের শিক্ষার্থী অঙ্কন ব্যানার্জি
ফ্রিল্যান্সিং-এ সফল ইতিহাসের শিক্ষার্থী অঙ্কন ব্যানার্জি
এম, নুরুন্নবী ।।
মাসে মাত্র পাঁচ ডলার আয় দিয়ে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। ৩ বছর পর এখন প্রতি মাসে তিনি আয় করেন ১ হাজার ডলার। স্বপ্ন দেখছেন নিজের কাজকে দেশ সেরা আইটি ফার্মের মর্যাদায় প্রতিষ্ঠিত করা। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বচ্ছতা ফিরিয়ে আনা। বলছিলাম ভোলা কলেজ এর ইতিহাস বিভাগের ছাত্র অংকন ব্যানার্জির কথা। ইতিহাসের ছাত্র হয়েও অঙ্কন ব্যানার্জি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে রেখেছেন সফলতা স্বাক্ষর। সে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের মনোহর ব্যার্নাজি ও পূর্নিমা ব্যার্নাজি দম্পতির ছেলে।
অংকন জানান, ২০১৯ সালে কৌতূহলের বসে তিনি অনলাইন আয়ের বিষয়ে আগ্রহী হন। স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এর বড় ছেলে আইটি বিশেষজ্ঞ ইশরাক চৌধুরী নাওয়াল এর হাত ধরেই এই জগতে তার পদচারণা। প্রথম দিকে কাজের ক্ষেত্রে নানা বিড়ম্বনারও শিকার হয়েছিলেন তিনি। সব বাধাকে জয় করে দীর্ঘ ৪ বছর এর কঠিন পরিশ্রমে এখন তিনি সফল ফ্রিল্যান্সার। অনলাইনে ঘরে বসেই সব কাজ তার। বিদেশি গ্রাহকের কাছে থেকে কাজ বুঝে নিয়ে সেই কাজ করে দিয়ে ডলার আয় করিতেছে। তার দেখানো পথে হাঁটে এলাকার অনেক তরুণ স্বাবলম্বী হয়েছেন।
তিনি আরো জানান, গত বছর Success Tech Academy and Agency নামে আইটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। Success Tech Academy মূলত উদ্দোক্তা সাপোর্ট দিয়ে সেল নিয়ে আসা সহ বিভিন্ন অদক্ষ মানব শক্তি কে দক্ষ মানব শক্তি রুপদান করা। তার প্রতিষ্ঠান Success Tech Agency মাধ্যমে ওয়েবসাইট তৈরি, ডিজিটাল মাকেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন সহ ১০ থেকে ১৫ টি আইটি সেবা প্রদান করে থাকে।
ছেলের সাফল্যের বিষয়ে ব্যানার্জি দম্পতি জানান, প্রথমদিকে আমরা চাইনি যে লেখা পড়া বাদ দিয়ে অঙ্কন সারাদিন ইন্টারনেট নিয়ে পড়ে থাকুক। পরে দেখলাম তার একাডেমিক রেজাল্টও প্রত্যাশিত। তাই আমরাও তাকে উৎসাহ দেই। নিজের পড়া লেখার খরচ যোগাতে তার সমস্যা হয়নি। নিজের কাজকে সে অনেক গুরুত্ব দিয়েছে সব সময়। যে সময় সে বাইরে আড্ডা দিতো সে সময় অনলাইনে কাজ করেছে বলেই আজ আমাদের সন্তান ভালো রোজগার করছে।
অনলাইনে কাজ করে স্বাবলম্বী হওয়ার বিষয়ে অঙ্কন জানান, দক্ষতা থাকলে কাজের অভাব হয় না। তাই নিজেকে দক্ষ করে তুলতে হবে এবং প্রচুর সময় দিতে হবে। তাহলে সফলতা সহজেই আসবে। যদি কেউ ফ্রিল্যান্সিং কাজ এ জন্য সাপোর্ট প্রয়োজন হয় তাহলে Bhola District Freelance Community Facebook Group এ যুক্ত হওয়ার আহবান জানান। এছাড়া তার প্রতিষ্ঠান থেকে অনলাইনে কাজ করতে আগ্রহীদের প্রথম পর্যায়ে সবধরনের সহায়তা দেয়া হবে।