মঙ্গলবার ● ৩০ মে ২০২৩
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে ভুমিসেবা সপ্তাহ-২০২৩ পালিত
তজুমদ্দিনে ভুমিসেবা সপ্তাহ-২০২৩ পালিত
এম, নুরুন্নবী, তজুমদ্দিন, ২২ মে ২০২৩
তজুমদ্দিনে ভুমিসেবা সপ্তাহ-২০২৩ (২২ মে থেকে ২৮ মে) পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ মে সোমবার উপজেলা ভুমি অফিস কার্যালয় থেকে একটি র্যালী উপশহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে ভুমি অফিস কার্যালয়ের মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নওরীন হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজা, অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী, উপজেলা ভূমি অফিসের কানোনগো রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা একেএম শফিউল্যাহ, সিরাজ উদ্দিন, মো: মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় আগত সেবা গ্রহিতাদের তাৎক্ষনিক ভুমি সেবা প্রদান, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন পদ্বতি সম্পর্কে ধারনা প্রদান এবং হাতে কলমে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে ভূমি সেবা সপ্তাহের (২২ থেকে ২৮মে) কার্যক্রমের উদ্ভোদন করা হয়। এছাড়াও ভূমি সেবা গ্রহিতাদের অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারি পরামর্শ, খতিয়ান-পর্চা, জমির ম্যাপ সরবরাহ ও ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহন করা হয়।