শনিবার ● ১৩ মে ২০২৩
প্রথম পাতা » উপকুল » অবশেষ এমপি শাওনের নির্দেশে রাতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত
অবশেষ এমপি শাওনের নির্দেশে রাতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত
এম, নুরুন্নবী ।।
ভোলার তজুমদ্দিনে ঠিকাদার কর্তৃক নির্মান সামগ্রী পরিবহনের সুবিধার জন্য গুরিন্দা বাজার মাছ ঘাট এলাকায় ওয়াপদার বেড়িবাঁধ কেটে ট্রাক চলাচলের রাস্তা বানানোর সংবাদ ১২ মে বিকেলে যায়যায়দিন অনলাইনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়। বিষয়টি ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর দৃষ্টি গোচর হলে তিনি উপজেলা নির্বাহি অফিসার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও স্থানীয় চেয়ারম্যানকে বাঁধ মেরামতের নির্দেশ দেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ওই ঠিকাদার ১২ মে রাতেই নিজস্ব ব্যবস্থাপনায় জিও ব্যাগ ও মাটি ফেলে গুরিন্দা বাজার মাছ ঘাট সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের কাজ শুরু করেন। ১৩ মে দুপুর ২ টা পর্যন্ত বাঁধের কাজ শেষ হয়। কাজটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে দেখা গেছে চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন ও পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপ সহকারী প্রকৌশলী জহির রায়হান।
উল্লেখ্য, চাঁদপুর ও চাচড়া ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে বাঁধ পর্যবেক্ষণে গেলে স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে অভিযোগ করে জানান, স্থানীয় এক ঠিকাদার গুরিন্দা বাজার মৎস্য ঘাটের সামনের পাকা রাস্তা সংস্কারের কাজ শুরু করে দুই মাস আগে। নদী পথে কাজের মালামাল পরিবহনের জন্য ঠিকাদারের লোকজন জিও ব্যাগ বেষ্টিত ওয়াপদা বেড়িবাঁধ কেটে প্রায় ২৫-৩০ ফুট ক্রসিং রাস্তা তৈরি করে। যাতে নদীর তীর হতে ট্রাকযোগে বালি, পাথর সহ অন্যান্য ঠিকাদারি মালামাল পরিবহন করেন তারা। বাঁধ কাটার সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একত্রিত হয়ে বাধা দেন। পরে কাজ শেষে পুনরায় বাঁধ নির্মান করে দেয়ার কথা বলেন। কিন্তু গত ১৫ দিন আগে পাকা রাস্তা নির্মানের কাজ শেষ হলেও বেড়িবাঁধ অরক্ষিত ছিলো । ফলে চলমান ঘূর্ণিঝড় মোখার প্রভাবে জোয়ারের পানি ডুকে এলাকা প্লাবিত হওয়ার আশংকা ছিলো স্থানীয় বাসিন্দাদের।
পরে ১২ মে বিকেলে এ বিষয়ে যায়যায়দিন অনলাইনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর দৃষ্টি গোচর হয়।
ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন জানান, স্থানীয় সাংসদের নির্দেশক্রমে বাঁধ মেরামতের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তিনি বাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো শনাক্ত করে সেগুলোও মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু জানান, এমপি শাওনের নির্দেশে তার ইউনিয়নের দুইটি স্পটে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের জরুরী মেরামতের কাজ করা হয়। যাতে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে জোয়ারের পানিতে কোনভাবেই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।
পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপসহকারী প্রকৌশলী জহির রায়হান জানান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে উপজেলার আরো ৩ টি স্পটে ছোট ছোট সংস্কারের ব্যবস্থা করা হয়েছে। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ জিও ব্যাগ ও মাটি ফেলে পুনঃনির্মান করা হয়েছে। ঘুর্ণিঝড় মোখার আঘাতে আশা করি এখন সমস্যা হবে না।