মঙ্গলবার ● ৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » উপকুল » ৭ই মার্চ উপলক্ষে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মাদ্রাসায় আলোচনা সভা
৭ই মার্চ উপলক্ষে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মাদ্রাসায় আলোচনা সভা
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরে ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ধর্মীয় আধুনিক শিক্ষা, দক্ষ মানব সম্পদ ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে গড়ে উঠা উপজেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক অধ্যাপক কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র ও রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি মো. মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, প্রেসক্লাবের সভাপতি ও কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু প্রমুখ।
এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মুখে দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা সহ নানা পরিবেশনার ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও
দেশপ্রেম তৈরিতে শিক্ষার্থীদেরকে গৌরবের সঠিক ইতিহাস জানাতে হবে। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।