মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » উপকুল » আছলামপুরের মানুষ আমাকে আপন করে নিয়েছে: কাশেম মিলিটারি
আছলামপুরের মানুষ আমাকে আপন করে নিয়েছে: কাশেম মিলিটারি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবুল কাশেম মিলিটারি বলেন, আছলামপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমাকে আপন করে নিয়েছে। তাদের সমর্থন ও ভালবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আগামী ২৮ নভেম্বর আছলামপুর ইউপি নির্বাচনে সকল দলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনারস মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাকে জয়যুক্ত করবে।
সোমবার সন্ধ্যায় আছলামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আনোয়ার আলী মাঝি বাড়ির নির্বচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মুহুর্তের মধ্যে অসংখ্য নেতাকর্মী, সমর্থক, নারী-পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়।
উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামিলীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আছলামপুর ইউনিয়নকে শান্তিতে রাখতে চাইলে, জেল জুলুম থেকে বাঁচতে চাইলে, চোর-ডাকাত ও সন্ত্রাস মুক্ত রাখতে চাইলে আনারস মার্কায় ভোট দেওয়ার বিকল্প নেই। তাই আমরা চলমান উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ নভেম্বর আনারস মার্কায় ভোট দিয়ে কাশেম মিলিটারি ভাইকে চেয়ারম্যান নির্বাচিত করব।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাশেম মিলিটারি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী এখন কালো টাকার মাধ্যমে ভোট কিনতে চায়। ভোটারদেরকে কালো টাকা দেয়া অবস্থায় কেউ যদি ধরিয়ে দিতে পারেন তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এমন একজন চেয়ারম্যান হতে চাই যে, আমার মৃত্যুর পর প্রতিটি মানুষ স্বজন হারানোর বেদনায় ব্যতীত হন।