মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » মির্জাগঞ্জে ব্লাড দিয়ে জীবন বাঁচালেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিল্লাল
মির্জাগঞ্জে ব্লাড দিয়ে জীবন বাঁচালেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিল্লাল
মোঃ শাওন জোমাদ্দার, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ৩ নং আমাড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মোঃবেল্লাল হোসেন সুবিদখালী ইসলামিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ রক্ত দান এক মুমূর্ষ রোগীর জন্য ১ ব্যাগ B+ ব্লাড দিয়ে সাহায্য করলেন।
মির্জাগঞ্জ উপজেলা ৩ নং আমাড়াগাছিয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তিনি এই , চতুর্থ বারে র মতো এক থ্যালোসোমিয়া রোগিকে ব্লাড দিয়া জীবন বাচালেন। ৩নং আমাড়াগাছিয়া ইউনিয়নের মোসাঃ নাসিমা বেগম থ্যালোসোমিয়া রোগের কারনে রক্ত সংকট দেখায় ইউনিয়ন ছাত্রলীগ এগিয়ে আসেন মোসাঃ নাসিমার সজনরা বললেন মানুষ মানুষের প্রমান করলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ বেল্লান হোসেন এ সময় উপস্থিত মোঃ আসলাম হাওলাদার (আবদুল্লাহ) যুগ্ন সাধারন সম্পাদক ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও সাংবাদিক বৃন্দ।