মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » বিবিধ » গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে,করোনা আক্রান্ত রুগীকে পাওয়া যাচ্ছে না
গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে,করোনা আক্রান্ত রুগীকে পাওয়া যাচ্ছে না
এ রহমান আনিস,গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
গোসাইরহাট উপজেলার
আলাওলপুর ইউনিয়নে
করোনা আক্রান্ত এক জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আক্রান্ত রুগীর বাড়ি আলাওয়ালপুর ৫ নং ওয়ার্ড,ছৈয়াল পাড়া।
হাসেম বেপারির ছেলে আব্দুল মালেক।
ডা. রশিদ বলেন, ‘তিনি কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। গত ১ মে তার নমুনা সংগ্রহ করে আইসিডিডিআর,বি-তে পাঠানো হয়। তখন তাকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছিলাম।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী বলেন,তার করোনার পজিটিভ রিপোর্ট জানার পর আমরা তার গ্রামে যাই। তার পরিবারের সদস্যরা জানান গত তিন দিন ধরে তিনি গ্রামে নেই।
গোসাইরহাট উপজেলা প্রশাসন জনাব আলমগীর হুসাইন বলেন:
আক্রান্ত ব্যাক্তির বাড়ি সহ ৪ টি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত রুগীর
সংস্পর্শে আরো কারা আসছে তদন্ত করছি,যানতে পারলে তাদের কে লকডাউন করা হবে।