শনিবার ● ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » বিবিধ » মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ
মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি।।
চরফ্যাশনের আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. ইদ্রিস হুজুরের বিরুদ্ধে গতকাল একটি নিউজ পোর্টালে মানহানিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি এবং তাঁর মাদ্রাসার পক্ষ থেকে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মাওলানা মো. ইদ্রিস চরফ্যাশন উপজেলাধীন চর মাদ্রাজ ইউনিয়ন চর আফজাল গ্রামের এ আজহার আলী কওমী মাদ্রাসার মুহতামিম।
জানা যায়, মাওলানা মো. ইদ্রিস হুজুর দীর্ঘদিন যাবত এ আজহার আলী কওমী মাদ্রাসায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি মাদ্রাসা ছাড়াও বিভিন্ন এলাকায় ইসলাম প্রচারে ওয়াজ নসিহত করে থাকেন। হুজুরের সুনাম নষ্ট করার জন্য একটি চক্রের প্রভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে জানা যায়।
এবিষয়ে মাও. মো. ইদ্রিস বলেন, ছাত্র মো. শাহিন মাদ্রাসা ও সুন্নতের পরিপন্থী চুল রাখায় সকলের উপস্থিতিতে অন্যান্য ছাত্রদের ন্যায় মাথার চুল কাটা হয়েছে। তাকে দুই দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে এমন সংবাদটি মিথ্যা ও বানোয়াট। একটি চক্র আমাদের সহজ-সরল ছাত্রকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও তিনি বলেন, বিষয়টি নিয়ে শাহিনের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। আশাকরি খুব শীঘ্রই এমন রটানো সংবাদের সমাধান হবে।