মঙ্গলবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে রিপোর্টার্স ইউনিটিতে এমপি শাওনের মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া-মিলাদ
তজুমদ্দিনে রিপোর্টার্স ইউনিটিতে এমপি শাওনের মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া-মিলাদ
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
তজুমদ্দিনে রিপোর্টার্স ইউনিটিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধূরী শাওন’র মা হোসনেআরা চৌধূরীর সুস্থ্যতা কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার আছরবাদ সংগঠনের সভাপতি মনিরুজ্জামান নয়নের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কম্পাউন্ডের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন শশীগঞ্জ মধ্যবাজার জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মোসলেহ উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার শাহবুদ্দিন মিয়া, তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাদারণ সম্পাদক এম. নুরুন্নবী, উপজেলা কৃষকলীগের সভাপতি মিরাজ উদ্দিন সিরাজ, শশীগঞ্জ দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দিন তালুকদার, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহীম, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, শিপন সওদাগর, আব্দুল মান্নান সাদী প্রমূখ।
উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধূরী শাওন’র মা হোসনেআরা চৌধূরী বার্ধক্যজণিত অসুস্থ্যতায় দীর্ঘদিন ডাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।