শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে এতিমের সম্পত্তি দখলের পাঁয়তারা করছে চাচা মিলন
চরফ্যাশনে এতিমের সম্পত্তি দখলের পাঁয়তারা করছে চাচা মিলন
আমিনুল ইসলাম, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডের মৃত হাফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ মাহাবুব আলম মিলন কর্তৃক জান্নাতুল ফেরদাউস নামের এক এতিম সন্তানের পত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে৷ এবিষয়ে গতকাল জান্নাতুল ফেরদাউস বাদি হয়ে মাহাবুব আলম মিলন কে আসামি করে চরফ্যাশন থানায় একটি অভিযোগ দাখিল করেছেন৷
জানা যায়, জান্নাতুল ফেরদাউস মৃত হাফিজ উদ্দিন হাওলাদারের তৃতীয় সন্তান মৃত মুজাহিদুল ইসলাম কুট্টি মিয়ার কন্যা৷ জান্নাতুল ফেরদাউসের বাবা মুজাহিদুল ইসলামের মৃত্যুর পর তার ছোট চাচা মাহাবুব আলম মিলন দীর্ঘদিন যাবত উক্ত এতিম পরিবারকে ভয়-ভীতি হুমকি-ধামকি দিয়ে আসছে যাতে করে তাদের পত্রিক ও ক্রয় কৃত সম্পত্তি ভোগ দখল করতে না পারে৷ এরই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি-২০২২ বেলা সাড়ে ৩টায় জান্নাতুল ফেরদাউস কাজের লোকজন নিয়ে চরফ্যাশন থানাধীন উত্তর ফ্যাশন মৌজার ভোগ দখলে বিদ্যমান পৈত্রিক জমিতে আড়া দিতে গেলে বিবাদী মাহাবুব আলম মিলন তার বাহিনীর মহিলা-পুরুষ নিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে৷ তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে স্বাক্ষী গনের উপস্থিতিতে বিবাদী মাহাবুব আলম মিলন জান্নাতুল ফেরদাউসকে খুন জখম করার ভয়-ভীতি প্রদর্শন করে৷ এমন অবস্থায় বর্তমানে উক্ত এতিম পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা যায়৷
ভুক্তভোগী জান্নাতুল ফেরদাউস বলেন, আমি বাবার একমাত্র সন্তান৷ বাবার মৃত্যুর পর আমার ছোট চাচা মাহাবুব আলম মিলনের অত্যাচার ও নির্যাতনের কারণে ঘর থেকে বাইরে আসতে পারছিনা৷ আমাদের সকল সম্পত্তি তার নামে দলিল দেয়ার জন্য দীর্ঘদিন যাবৎ হুমকি-ধামকি দিয়ে আসছে৷ আমাকে খুন করার হুমকিও দিয়েছে অনেক বার৷ তার হিংস্র আচরণে আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি৷ আমি স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের নিকট এ ঘটনার সঠিক বিচার দাবি করছি৷
অভিযুক্ত মাহাবুব আলম মিলন বলেন, এ বিষয়টি নিয়ে জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে চরফ্যাশন থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে৷ আমাকে থানা সুত্রে জানিয়েছে উপস্থিত থাকতে সেখানে বসাবসির মাধ্যমে মীমাংসা করা হবে৷ চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি৷ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এতিম পরিবারটি যেনো কোন প্রকারেই তাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে৷