রবিবার ● ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনের সোনাপুর ইউপি নির্বাচনে যারা বিজয়ী হলেন
তজুমদ্দিনের সোনাপুর ইউপি নির্বাচনে যারা বিজয়ী হলেন
এম, নুরুন্নবী
ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউপি নির্বাচনে দীর্ঘ ২৩ বছর পর উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আগেই চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় আ’লীগের প্রার্থি নির্বাচিত হলেও ভোটারদের আগ্রহের কমতি ছিলো না। সকাল ৮ টায় অনুকুল পরিবেশ ও প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন শুরু হয়।
অসমর্থিত সুত্রে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল : ১ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে মোঃ তছলিম পাটওয়ারী (ফুটবল), ২ নং ওয়ার্ডে আরিফ তালুকদার (মোরগ), ৩নং ওয়ার্ডে জাকির হোসেন (তালা), ৪ নং ওয়ার্ডে আব্দুল মান্নান (তালা), ৫ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম রফিক (মোরগ), ৬ নং ওয়ার্ডে মহিউদ্দি সাজি (টিউবওয়েল), ৭ নং ওয়ার্ডে মোঃ সালেম মাতাব্বর (তালা), ৮ নং ওয়ার্ডে শাহ মোঃ শাহবুদ্দিন (আপেল), ৯ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম (টিউবওয়েল) এছাড়াও সংরক্ষিত (মহিলা) সদস্য হিসেবে ১,২ ও ৩ নং ওয়ার্ডে জোস্না বেগম (তালগাছ), ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে নুসরাত (বই), ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে রাসেদা বেগম (মাইক) বিজয়ী হন। নির্বাচন সংশিষ্টদের সাথে যোগাযোগ করে এমন তথ্য পাওয়া গেছে। তবে, দ্রুততম সময়ের মধ্যেই বিজয়ী প্রার্থীদের বে-সরকারী ফলাফল ঘোসনা করেবে উপজেলা নির্ব াচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আমীর খসরু গাজী।