মঙ্গলবার ● ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » এমপি জ্যাকব’র জন্মদিনে শ্রমিক কল্যাণ সমিতির দোয়া মোনাজাত
এমপি জ্যাকব’র জন্মদিনে শ্রমিক কল্যাণ সমিতির দোয়া মোনাজাত
আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে৷৷
ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৪৯তম জন্মদিন উপলক্ষে চরফ্যাশন বাজার শ্রমিক কল্যাণ সমিতির আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷
মোঙ্গল বার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চরফ্যাশন বাজার শ্রমিক কল্যাণ সমিতির অফিস কক্ষে বিভিন্ন ব্যবসায়ী, শ্রমিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
চরফ্যাশন বাজার শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মোরশেদ৷ বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান তুহিন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কুতুব, বাজার ব্যাবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মাঈনুল ইসলাম মনির উপস্থিত ছিলেন৷
সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশন ও মনপুরা উপজেলা কে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নদী ভাঙ্গন রোধ ও অবকাঠামো উন্নয়নে দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের মনোনীত প্রার্থী হয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন৷ এমপি জ্যাকব যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন৷ তিনি সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম এম এম নজরুল ইসলাম ও বেগম রহিমা ইসলামের কোল জুড়ে ১৯৭২ সালের ২১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন৷