মঙ্গলবার ● ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চরফ্যাশনে আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে৷৷
দক্ষিণ বাংলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন কারামাতিয়ে কামিল (এম.এ) মাদ্রাসার-২০২১ইং সনের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷
চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন৷
এছাড়াও অতিথি হিসেবে জমিয়াতুল মোদার্রেসীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মাঈনুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, প্যানেল মেয়র আবদুল মতিন মোল্লা, কাউন্সিলর আকতারুল আলম সামু সহ অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও বিদায়ী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷