বুধবার ● ২৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজার টিকাদানের উদ্বোধন
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজার টিকাদানের উদ্বোধন
এইচ এম ইউসুফ, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য, যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর একান্ত প্রচেষ্টায় ২০২১ সনের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷
বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের হলরুমে এই উদ্বোধন কর্মসূচির আয়োজন করা হয়৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা শোভন বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন৷ বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন৷ এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মাহাবুব কবির, স্থানীয় নেতৃবৃন্দ সহ উপজেলার এইচএসসি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন৷
জানা যায়, উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম ধাপে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। প্রায় ৩ হাজার পরীক্ষার্থীর জন্য এই টিকাদানের ব্যবস্থা করা হয়েছে৷ সকল পরীক্ষার্থীদের করোনা টিকা “ফাইজার” গ্রহনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাতে লেখে টিকা কার্ড নিয়ে আসতে হবে৷