সোমবার ● ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষ নুরুল আমিন কে ফুলেল শুভেচ্ছা
চরফ্যাশন আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত অধ্যক্ষ নুরুল আমিন কে ফুলেল শুভেচ্ছা
আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে৷৷
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাসন উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল আমিন চরফ্যাসন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদানের পর সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা বই উপহার দেয়া হয়েছে৷
সোমবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে এই শুভেচ্ছা বিনিময় ও বই উপহার দেয়া হয়৷
এ-সময় ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা অধ্যাপক কামরুজ্জামান, মঞ্জুরুল আলম সায়েম, সভাপতি মনির আসলামি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জসিম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন, ফিল্ড কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
নয়া অধ্যক্ষ মাওলানা মু. নুরুল আমিন ১৯৯৮ সনে অত্র মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করে ২০১০ সনে সহকারি অধ্যাপক হিসেবে পদন্নতি পেয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন৷ অধ্যক্ষ হিসেবে যোগদানের সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি৷