শুক্রবার ● ২৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » দেশজুড়ে » লালমোহনে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
লালমোহনে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
দ্বীপ নিউজ ডেস্ক:
ভোলার লালমোহনে নারিকেল গাছ থেকে পড়ে জিহাদ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ ওই এলাকার কালাম বেপারির ছেলে।
জানা যায়, জিহাদের পার্শ্ববর্তী শিকদার বাড়িতে গিয়ে নারিকেল গাছে উঠে। এসময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।