বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাসনে এখনো গ্রেপ্তার হয়নি দোকান ভিটার মালিককে হত্যার চেষ্টা মামলার আসামিরা
চরফ্যাসনে এখনো গ্রেপ্তার হয়নি দোকান ভিটার মালিককে হত্যার চেষ্টা মামলার আসামিরা
আমিনুল ইসলাম, চরফ্যাসন উপজেলা প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাসন উপজেলার চেয়ারম্যান বাজারে দোকান ভিটার মালিক কে আবুল কালাম বাহিনী হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় শশিভূষণ থানায় মামলা দায়ের করলেও ১৭ দিনে গ্রেফতার হয়নি কোন আসামি৷ প্রশাসনের নাকের ডগায় বহাল তবিয়তে ঘোরাফেরা করছে আসামিরা৷ গ্রেফতার না হওয়ায় পুনরায় হামলার শিকারের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীরা৷
বুধবার (২৯ সেপ্টেম্বর) চরফ্যাসন উপজেলা প্রতিনিধির নিকট এমন অভিযোগ করেছেন মামলার বাদী গোলাম ফারুক৷ তিনি আরো বলেন, আসামিরা চরফ্যাসন উপজেলার জামায়াত-শিবিরের চিহ্নিত ক্যাডার৷ তাদেরকে সহযোগিতা করছে স্বাধীনতাবিরোধী স্থানীয় একটি চক্র৷ এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এবং পৈত্রিক সম্পত্তি দোকান ভিটা স্থায়ীভাবে বুঝে পেতে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের নিকট আকুতিও জানিয়েছেন গোলাম ফারুক৷
এদিকে মামলার ৪নং আসামি মাসছুদ্দিন এর ব্যক্তিগত ফেসবুক আইডির প্রোফাইল থেকে জামায়াত-শিবিরের সাথে সম্পৃক্ত থাকার তথ্যটি নিশ্চিত করা হয়েছে৷ আসামিদের গ্রেফতার না হওয়া সম্পর্কে শশিভূষণ থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা গণমাধ্যমকে কোন তথ্য দিতে নিষেধ আছে৷ যা বলার উর্দ্ধতন কর্মকর্তারা বলবেন৷
উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর চেয়ারম্যান বাজারের একটি দোকান ভিটা ভুয়া কাগজপত্র দেখিয়ে জবর দখলে বাধা দেয়ায় আবুল কালাম মেম্বার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভিটার মালিক গোলাম ফারুক গংদের উপর অতর্কিত হামলা চালিয়ে ৭ জনকে গুরুতর আহত করেন৷