মঙ্গলবার ● ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে কুকরি মুকরিতে গণটিকা কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে কুকরি মুকরিতে গণটিকা কর্মসূচির উদ্বোধন
আমিনুল ইসলাম, চরফ্যাসন প্রতিনিধি৷৷
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় ভোলা জেলার চরফ্যাসন উপজেলার কুকরি মুকরি ইউনিয়নে গণটীকা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে৷
মোঙ্গল বার সকাল ১০টায় কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের হলরুমে এই গণটিকা কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন৷ এসময় ইউনিয়ন আওয়ামিলীগের নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, ২৫ বছরের বেশি বয়সী নারী-পুরুষ এই টিকা পাবে, তবে এ জন্য তাঁদের আগে নিবন্ধন করা থাকতে হবে৷ কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার সময় সকলকে জাতীয় পরিচয়পত্র ও টিকাকার্ড সঙ্গে আনতে হবে৷ গণটিকা কর্মসূচি বাস্তবায়নে এই কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল নিয়োগ করা হয়েছে৷ কর্মসূচিতে এখন শুধু প্রথম ডোজের টিকা দেয়া হবে, একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করেন চেয়ারম্যান আবুল হাসেম মহাজন৷