শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » স্মৃতির দহন
প্রথম পাতা » সাহিত্য » স্মৃতির দহন
৭২১ বার পঠিত
সোমবার ● ৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্মৃতির দহন

-এরশাদ সোহেল
---
এ শহর নিস্তব্ধ, সব আছে-
শুধু তুমি নেই,
কীর্তণখোলার ঢেউ ,যান্ত্রিক সুর ছাড়া।
বুকের টিক টিক শব্দটা ক্রমশ বেড়েই চলেছে
তবুও হাটছি অন্তর্হীন গন্তব্যে ।
চারিদিকে শূণ্যতা, শহরের অলি-গলিতে
নেই কোন স্বস্তির আবাস।
এ শহর আজ অন্তঃসারশূণ্য, সবই আছে-
শুধু মায়া নেই,
আছে হৃদ মন্দিরের শূণ্য পূজারী।
ষোল বছরের অতীতের খোঁজে ,
ব্রজবাবুর পাঠশালায় ও সুন-সান নিরবতা
বৈশাবীর কৃষ্ণচূড়ার লাল-সাদার অপূর্ব কম্ভিনেশন ও মুছে গেছে আজ।
আলোময় এ শহরে আজ নিকশ কালো অন্ধকারে
ভয়ার্ত নিরবতা।
বুকের গহীনে একাকীত্বের হাহাকার।
কিশোরী,ষোড়শী, যুবার নিরব পদচারনা
সবই আছে।
শুধু তুমি নেই!
তোর শহরে নন্দিনীকে দেখাবি আলোর পথ,
ফেলুদা বেশে কেড়ে নেবো
এ আমার শেষ আমানত ……





আর্কাইভ