শুক্রবার ● ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » সাবেক এমপি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে চরফ্যাসন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি
সাবেক এমপি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে চরফ্যাসন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি
আমিনুল ইসলাম, চরফ্যাসন প্রতিনিধি৷
ভোলা জেলার চরফ্যাসন উপজেলা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের আয়োজনে
দক্ষিণ বাংলার প্রাণ পুরুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম জননেতা এম এম নজরুল ইসলাম স্যারের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় চরফ্যাসন সরকারি কলেজ প্রাঙ্গনে মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, বিকাল ৫ টায় বাজার ব্যবসায়ী সমিতি ভবন নিজস্ব কার্যালয় স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়৷
চরফ্যাসন উপজেলা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেউদ্দিন মুন্সির সভাপতিত্বে স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মোরশেদ৷ বিশেষ অতিথি হিসেবে চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির ও মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন৷ এছাড়াও অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এরফান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক আবির ভুঁইয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
দোয়া মোনাজাত অনুষ্ঠানে মরহুম এম এম নজরুল ইসলামের রুহের মাগফেরাত ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করা হয়৷ সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আবু নাছের৷