রবিবার ● ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিন প্রেসক্লাবে যুক্ত হলো আরো ছয় সাংবাদিক
তজুমদ্দিন প্রেসক্লাবে যুক্ত হলো আরো ছয় সাংবাদিক
স্টাফ রিপোর্টার।।
ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্য তালিকায় যুক্ত হলো আরো ছয় জন উদীয়মান সাংবাদিক। রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ পরিষদের সভায় সদস্যগনের মতামতের ভিত্তিতে ছয় জনকে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।
এরা হলেন, দৈনিক ভোলা টাইমস প্রতিনিধি সাদির হোসেন রাহিম, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি ইলিয়াস সানি,বঙ্গ টিভি র প্রতিনিধি মেহেদী হাসান মামুন। দৈনিক ন্যায়-অন্যায় প্রতিনিধি রুবেল চক্রবর্ত্তী, এসএ টিভির ফারহান উর রহমান ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাকিব মিয়া।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ গত বছর সদস্য হওয়ার জন্য ৮ জন আবেদন করেন। যোগ্যতা অনুযায়ী ৬ জনকে সদস্য তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এ নিয়ে তজুমদ্দিন প্রেসক্লাবে সাধারণ পরিষদে সদস্য সংখ্যা ৩০ এ উন্নীত হলো।
সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, প্রাক্তন সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সহ-সভাপতি মোঃ ফারুক হোসাইন, শরীফ আল আমীন, যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান নয়ন, এম এ হান্নান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, এম এ হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
নব-নিযুক্ত ছয় সাংবাদিক প্রেসক্লাবের গঠনতন্ত্র ও সাংবাদিকতার নীতি ও আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হন।