বুধবার ● ১৬ জুন ২০২১
প্রথম পাতা » বিবিধ » বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ভোলা জেলা শাখার নতুন কমিটি
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ভোলা জেলা শাখার নতুন কমিটি
স্টাফ রিপোর্টার, ভোলা।
গত (১০ জুন) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান সাবেক অতিরিক্ত আইজিপি ডঃ আব্দুর রহিম খান ও মহাসচিব রবিউল ইসলাম সোহেল আগামী দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, এছাড়াও উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য নির্বাচিত হয়েছেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল, ভোলা ৪ আসনের সংসদ সদস্য আবদুল্ল্যাহ আল ইসলাম জ্যাকব, প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, ভোলা সদর পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হক শুভ মিয়া, মোঃ সোহেল চৌধুরী, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিশু, তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিন মহাজন, ও রুবায়েত হোসেন দিপু।
৪৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক এইচ এম জাকির, সিনিয়র সহ সভাপতি রাসেল মাল, সহ সভাপতি আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার এম তানজীদ, সাধারণ সম্পাদক এইচ এম জসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ খান, মোঃ মনোয়ার হোসেন বাবু, শাহাব উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শরীফ, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন, প্রচার সম্পাদক লাভলু পাটোয়ারী, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আনোয়ার হাওলাদার, আইন সম্পাদক এডভোকেট মোঃ রুবেল, মহিলা সম্পাদিকা সালমা জাহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম সহ প্রমুখ।
এসময় নবগঠিত ভোলা জেলা শাখার কমিটির উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন কে ভোলা জেলা শাখা কমিটির পক্ষ থেকে গতকাল রাজধানীর বনানীতে ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠনের নেতৃবৃন্দরা।
ভোলা জেলার সর্বস্তরের মানুষের অধিকার রক্ষায় কাজ করার জন্য এসময় সকলের সহযোগীতা চেয়েছেন সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন।