রবিবার ● ১৩ জুন ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে রুচিশীল ও নান্দনিক ডিজাইনের ফার্নিচার শোরুম উদ্বোধন
চরফ্যাশনে রুচিশীল ও নান্দনিক ডিজাইনের ফার্নিচার শোরুম উদ্বোধন
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
দ্বীপ জেলা ভোলার একমাত্র চরফ্যাশন উপজেলায় এক্সক্লুসিভ ডিজাইনের সব ধরনের হোম ফার্নিচার এবং অফিস ফার্নিচার নিয়ে বিআরডিবি মোড়ে শুভ উদ্বোধন হয়েছে মেসার্স সবুজ ফার্নিচার পার্ক৷
রবিবার (১৩জুন) বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান, দোয়া মোনাজাত সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই ফার্নিচার পার্কের শুভ উদ্বোধন করা হয়৷ অনুষ্ঠানে চরফ্যাশন পৌর মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ, বাজার ব্যবসায়ী সমিতর সভাপতি মনির উদ্দিন চাষি সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
মেসার্স সবুজ ফার্নিচার পার্কে আধুনিক ডিজাইনের ফার্নিচারের মধ্যে বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল, আলমারী, শোকেস, খাট, সোফা, ডিভান, ওয়্যারড্রব ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, বুক সেলফ, রিডিং টেবিল, ফুলের টবসহ ঘর এবং অফিস সাজানোর নানান প্রকারের ফার্ণিচার পাওয়া যাবে।
ফার্নিচার পার্কের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সবুজ বলেন, আমি আশাকরি এই প্রতিষ্ঠান চরফ্যাশন উপজেলার প্রতিটি মানুষের রুচিসম্মত সকল প্রকার ফার্নিচারের চাহিদা মেটাতে পারবে বলে আমার বিশ্বাস৷ এখানে মনোমুগ্ধকর পরিবেশে ইন্ডিয়া, চায়না, তাইওয়ান, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নান্দনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে এসেছি আমরা৷ আমি সকলের সহযোগীতায় কামনা করছি৷