সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » বিবিধ » শরীয়তপুর জেলায় নতুন চার করোনা রোগী সনাক্ত
শরীয়তপুর জেলায় নতুন চার করোনা রোগী সনাক্ত
এ রহমান আনিস, গোসাইরহাট (শরীয়তপুর)
আজ রবিবার সকাল ১১ টায় শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গোসাইরহাট উপজেলার ইদিলপুর এবং আলাওলপুর ইউনিয়নের ২ জনের ফলাফল পজিটিভ এসেছে। একজন পুরুষ আরেক জন মহিলা।
জেলা সদরের চিকন্দি ইউনিয়নের ১ জনের এবং জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ১ জনের ফলাফল পজিটিভ আসে।
আজকে মোট প্রাপ্ত পজিটিভ নতুন রোগী ৪ জন।
দুজন পুরুষ এবং দুজন মহিলা। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগির সংখ্যা ৩৯ জন।
এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৮২১ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৭০৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।