বুধবার ● ২ জুন ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে জমিয়াতুল মোদার্রেছীন’র নতুন কমিটিকে সংবর্ধনা
চরফ্যাশনে জমিয়াতুল মোদার্রেছীন’র নতুন কমিটিকে সংবর্ধনা
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে৷
মোঙ্গল বার (১লা জুন) সকাল ১০টায় কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি)
মাদরাসার হলরুমে শিক্ষক-কর্মচারীদের পক্ষে জামিয়াতুল মোদার্রেছীন এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও অত্র মাদরাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) কামরুজ্জামান এর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে অধ্যক্ষ আবু ইকবাল মোঃ ইসমাইল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি ও হাজারিগঞ্জ হামিদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দীন, বিশেষ অতিথি ছিলেন, চরমাদ্রাজ ফাযিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়তের সিনিয়র সহসভাপতি মোঃ নিজামুদ্দিন হুমায়ুন সরমান৷ এছাড়াও কমিটির অন্যান্য সদস্য ও উক্ত মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ, পরিচয় পর্ব, শুভেচ্ছা বক্তব্য, সংগঠন সম্পর্কে আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়। কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার ৪ শিক্ষক কে উপজেলা জামিয়াতুল মোদার্রেছীন এর নতুন কমিটিতে সম্মানিত সদস্য পদে অন্তর্ভুক্ত করায় শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যক্ষ আবু ইকবাল মোঃ ইসমাইল৷ এ সভা শেষে আমিনাবাদ হাকিমিয়া দাখিল মাদরাসার সদ্য অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক মরহুম আবদুর রশিদ মাষ্টারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।