শুক্রবার ● ৩০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনের দত্তপাড়া গ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে মারধোরের অভিযোগ
তজুমদ্দিনের দত্তপাড়া গ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে মারধোরের অভিযোগ
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের ৩ নয় ওয়ার্ডের দত্তপাড়া গ্রামে মাদকসেবীদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছে স্থানীয়রা। অনিল সাধূ বাবাজীর মন্দির সংলগ্ন বালুর মাঠের জুটনের দোকানের পাশে গভীর রাত পর্যন্ত বসে নিয়মিত এই মাদক সেবনের রমরমা আসর। মাদক সেবনে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জুটন (২৮) নামের এক দোকানীকে মারধোর করে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও রুপার চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দত্তপাড়া গ্রামের রুপম চন্দ্র দের পুত্র জুটন স্থানীয় বালুর মাঠের ক্ষুদ্র দোকানী। তার দোকানের পাশে প্রতিদিন সন্ধ্যার পর ইয়াবা ও গাঁজার আসর জমায় এলাকার তুহিন ও সংকরের নেতৃত্বে একদল মাদকসেবী। এতে এলাকার লোকজন নিয়ে বাধ সাধে জুটন দে। এনিয়ে এদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরে ্তএক্হই গ্নরামের নিরঞ্জণ বৈদ্ধর ছেলে তুহিন ও গান্ধি বৈদ্ধর ছেলে সংকর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দোকান হতে বাসায় যাওয়ার পথে জুটনের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। জুটনের দাবী, হামলাকারীরা তার কাছ থেকে নগদ সাড়ে সাত হাজার টাকা, একটি এন্ড্রোয়েড ফোন এবং কেটি রুপার চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এসে জুটনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। এঘটনায় জুটন থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে এসআই রাজিব-এর নেতৃত্বে পুলিশ বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে যায়। এসআই রাজিব জানান, বিষয়টি তদন্ত করছি। সেখানে কিছু বখাটে যুবক সন্ধ্যার পর উৎপাত করে। এলাকাবাসীও এমন অভিযোগ করেন। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।