বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন পৌরসভায় করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা
চরফ্যাশন পৌরসভায় করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাশন পৌরসভায় করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে চরফ্যাশন পৌরসভা৷ এর জন্য ইতিমধ্যে প্রাথমিক ভাবে ৭টি অক্সিজেন সিলিন্ডার মজুত রাখা হয়েছে৷
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চরফ্যাশন পৌর মেয়র মোঃ মোরশেদ সংবাদমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন৷ যে কোন পৌরবাসী করোনায় আক্রান্ত হলে পৌরসভা থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবে৷
পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার বেড়ে চলছে। এসময় একজন করোনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। হঠাৎ করে এ অক্সিজেন পাওয়া যায় না। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার আগে পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে এ কার্যক্রম শুরু করেছি আমরা৷
উল্লেখ্য ২য় ধাপে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে এপর্যন্ত চরফ্যাশন উপজেলায় ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷