শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে মেম্বার প্রার্থীর হামলার ঘটনায় মামলা দায়ের- গ্রেফতার ১
চরফ্যাশনে মেম্বার প্রার্থীর হামলার ঘটনায় মামলা দায়ের- গ্রেফতার ১
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷
ভোলার চরফ্যাশনে চর মাদ্রাজ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম (রুহুল আমিন) এর সহিংস হামলায় প্রতিপক্ষ ফুটবল মার্কার প্রার্থী আব্দুল কাদেরের ৫ কর্মী গুরুতর আহত হয়েছেন৷ আহতরা হলেন হাকিম আলী (৪৫), মোঃ হারুন (৪০), মোঃ ফরিদ (৩৮), মিরাজ (৩৪) ও নয়ন (২০)৷ উন্নত চিকিৎসার জন্য হাকিম আলী ও হারুন কে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় আবদুল কাদেরের স্ত্রী কুলছুম আক্তার পলি বাদী হয়ে ২৮ জনকে অভিযুক্ত করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন৷ রিপোর্ট লেখা পর্যন্ত সামছল মাঝি নামের এক আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ৷
বৃহস্পতিবার ১লা এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার সময় চর মাদ্রাজ ৯নং ওয়ার্ড মিয়াজানপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে৷ প্রার্থী আবদুল কাদের জানিয়েছেন, হামলার সময় প্রতিপক্ষ প্রার্থী রফিকুল নিজে দুই রাউন্ড গুলি ছুড়ে এবং মহিলাদের কে দিয়ে লবণ-মরিচের গুঁড়া নিক্ষেপ করে তার কর্মীদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে৷ তিনি আরও বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়েছেন রফিকুল৷
জানা যায়, ঘটনার সময় কর্মীরা তাদের নির্বাচনী অফিস থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে প্রার্থী আবদুল কাদেরের বাড়ির দিকে আসার পথে প্রতিপক্ষ প্রার্থী রুহুল আমিনের লোকজন এ হামলা চালিয়েছেন৷ ২রা এপ্রিল বিকাল ৪টায় সার্কেল এসপি ঘটনা স্থান পরিদর্শন করেছেন৷
এবিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম মিয়ার নিকট একাধিক ফোন করার পরেও মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার মতামত নেয়া সম্ভব হয়নি৷
হামলার ঘটনা শিকার করে চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে৷ আসামিদের গ্রেফতার করতে পরবর্তী পদক্ষেপে গ্রহণ করছি৷