শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিন সাবেক স্বাস্থ্য সহকারির মৃত্যু॥ বিভিন্ন মহলের শোকা
তজুমদ্দিন সাবেক স্বাস্থ্য সহকারির মৃত্যু॥ বিভিন্ন মহলের শোকা
শরীফ আল-আমীন ॥
তজুমদ্দিন সমবায় সহকারী পরিদর্শক মোঃ মুজাহারুল ইসলাম মঞ্জুর পিতা সাবেক স্বাস্থ্য সহকারী আবুল কাশেম (৮০) আর নেই (ইন্নলিল্লাহী …..রাজীউন)। বৃহস্পতিবার সকাল ৬.৪০ মিনিটে ঢাকায় পিজি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকাল ৯ ঘটিকায় শম্ভুপুর ৫নং ওয়ার্ডে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মুঈন্দ্দুীন, প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুবলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, ইয়াছিনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইউছুফ মিঝি, কবি নজরুল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ প্রমুখ।