বৃহস্পতিবার ● ১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন জাহানপুর ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র পরিবর্তন করায় বিক্ষোভ
চরফ্যাশন জাহানপুর ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র পরিবর্তন করায় বিক্ষোভ
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা চরফ্যাশন উপজেলা জাহানপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডে ১০ দিনের মাথায় কোন রহস্যজনক কারণে তিন বারের ভোট কেন্দ্র বাতিল করে জনশূন্য এলাকা মোরগ মার্কার মেম্বার প্রার্থী মাস্টার মোশারেফ হোসেন এর বাড়ির দরজায় নেয়ার অভিযোগে, অপর দুই মেম্বার প্রার্থী, বর্তমান মেম্বার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷
বুধবার ৩১ মার্চ রাত ৮ টায় সরেজমিনে দেখা যায়, গত ৪ মার্চ ২০২১ তারিখের স্বাক্ষরিত ভোলা জেলা নির্বাচন অফিসার মোঃ আলা উদ্দিন আল মামুন এর দেয়া ভোট কেন্দ্রের তালিকায় জাহানপুর ২নং ওয়ার্ডে চতুর্থ বারের মতো হাজী আঃ মান্নান মিয়া ফোরকানিয়া মাদরাসা লিপিবদ্ধ আছে৷ ঠিক ১০ দিনের মাথায় ১৪ মার্চ ২০২১ তারিখের জেলা নির্বাচন অফিসার এর স্বাক্ষরে পুনরায় উক্ত ভোট কেন্দ্র বাতিল করে ওমরাবাজ মাধ্যমিক বিদ্যালয় করা হয়েছে৷ এনিয়ে এলাকার ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ ফুঁসে উঠেছে এলাকার নারী-পুরুষ৷
মেম্বার প্রার্থী কবির হোসেন খান বলেন, মোট ৮শত ৪৯ ভোটারের এই এলাকার শেষ প্রান্তে জনশূন্য এক প্রার্থীকে বিশেষ সুবিধা দেয়ার উদ্দেশ্যে ভোট কেন্দ্র পরিবর্তন করেছে৷ জেলা নির্বাচন অফিসার, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার কে তদন্ত করে ও ভোটারদের দাবির প্রেক্ষিতে পূর্বের কেন্দ্র বহাল রাখার জোর দাবি জানিয়েছেন তিনি৷
অপর প্রার্থী ওমর ফারুক জানান, কোনো কারণ ছাড়া কাউকে না জানিয়ে একক ব্যাক্তির স্বার্থে কেন্দ্রটি পরিবর্তন করার তিব্র নিন্দা জানাই৷ নির্বাচনের পূর্বে ভোটারদের চাহিদা অনুযায়ী আগের কেন্দ্র বহাল রাখার দাবি জানিয়েছেন ওমর ফারুক৷ কর্তৃপক্ষ চাইলে শত-শত ভোটার তাদের দাবি জানাতে চরফ্যাশন উপজেলায় আসবে৷
এবিষয়ে অভিযুক্ত মেম্বার প্রার্থী মোশারেফ হোসেন বলেন, ভোট কেন্দ্র পরিবর্তনে আমার কোন হস্তক্ষেপ নেই৷ এটা নির্বাচন অফিসের ব্যপার৷
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন উপজেলা নির্বাচন অফিসে আবেদন করার পরামর্শ দিয়েছেন আবার উপজেলা নির্বাচন অফিসার জেলা নির্বাচন অফিসে জানানোর জন্য বলেছেন৷