শুক্রবার ● ২৬ মার্চ ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে মেম্বার প্রার্থী রফিকুল মরিচের গুঁড়া মেরে প্রতিপক্ষের উপর হামলা
চরফ্যাশনে মেম্বার প্রার্থী রফিকুল মরিচের গুঁড়া মেরে প্রতিপক্ষের উপর হামলা
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মোরগ মার্কার প্রার্থী রফিকুল ইসলাম (রুহুল আমিন) প্রতিপক্ষ ফুটবল মার্কার প্রার্থী আব্দুল কাদের এর মোটরসাইকেল বহরে মরিচের গুঁড়ো নিক্ষেপ করে হামলা চালিয়ে ৪ জনকে আহত ও ৩ টি মোটরসাইকেল ভাংচুর করার অভিযোগ উঠেছে৷
জানা যায়, চর মাদ্রাজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ফুটবল মার্কার প্রার্থী আব্দুল কাদের তার কর্মীদের নিয়ে মোটরসাইকেল মহরা করছিলেন৷ মোটরসাইকেল বহরটি মোরগ মার্কার প্রার্থী রফিকুল ইসলাম (রুহুল আমিন) এর বাড়ির দরজায় আসামাত্র কিছু লোকজন মরিচের গুঁড়ো নিক্ষেপ করে অতর্কিত হামলা চালায়৷ এ হামলায় গুরুতর আহত রাশেদ (২৪) ও জামাল কে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে৷ জুলহাস (২৬) ও তারেক (১৮) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন৷
ফুটবল মার্কার প্রার্থী আব্দুল কাদের জানান, অসংখ্য চোরাই মামলার আসামি ও কালো টাকার মালিক আমার প্রতিপক্ষ রফিকুল ইসলাম চরফ্যাশন উপজেলার বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় বহিরাগত বাহিনী দিয়ে পরিকল্পিত ভাবে আমার কর্মীদের উপর এই হামলা চালিয়েছেন৷ আমি যখন আমার আহত কর্মীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত তখন কিছু সংবাদ কর্মীর নিকট মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে উল্টো আমাকে দোষারোপ করে সংবাদ প্রকাশ করেছেন৷ আমি এর তিব্র নিন্দা জানাই৷ এ হামলার ঘটনায় আমরা চরফ্যাশন থানায় অভিযোগ করেছি৷ মামলা করারও প্রস্তুতি চলছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার জানান, মোরগ মার্কার প্রার্থী রফিকুল ইসলাম মিয়ার ৪/৫ টি ছদ্মনাম যেমন- রফিকুল, রবিউল, আকাশ, ইন্ডিয়ান আকাশ, রুহুল আমিন ইত্যাদি ব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে অবৈধ ব্যবসা ও বিদেশে মানুষ পাচার করছে৷ নির্বাচন কে কেন্দ্র করে তার বাড়িতে বহিরাগত অসংখ্য লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায়৷ এক কথায় যে কোন মূল্যে মেম্বার হতে মরিয়া হয়ে উঠেছে রফিকুল ইসলাম৷
অভিযোগ প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, হামলা কে করেছে এ বিষয়ে আমি কিছুই জানি না৷ ঘটনার পরে আমি শুনেছি৷ আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা৷
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ ঘটনার সততা নিশ্চিত করে বলেছেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে৷