বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে বেড়েছে মাদকাসক্ত ব্যাক্তি ও চুরি-ছিনতাই
চরফ্যাশনে বেড়েছে মাদকাসক্ত ব্যাক্তি ও চুরি-ছিনতাই
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাশন উপজেলায় বর্তমানে সমানতালে বেড়েছে মাদকাসক্ত ব্যাক্তির সংখ্যা ও নিত্য দিনের বিভিন্ন চুরির ঘটনা৷
অনুসন্ধানে দেখা যায়, চরফ্যাশন পৌরসভা, চর মাদ্রাজ, শশিভূষণ, দক্ষিণ আইচা, দুলারহাট একের পর এক বেড়েই চলেছ এসকল ঘটনা৷ মাদক সহ মাঝে মধ্যে দুই একজন ধরা পরলেও মোটরসাইকেল, রিক্সা, দোকান চুরি এমনকি রাতের আঁধারে মানুষের ঘর চুরির ঘটনায় কেউ গ্রেপ্তার হতে শোনা যায়নি৷ এনিয়ে সাধারণ জনগণের মধ্যে তিব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে৷
দুলার হাট থেকে সহকর্মী শামসুদ্দিন হাওলাদার জানান, চুরির ঘটনায় আতঙ্কিত দুলার হাটবাসী। বিশেষ করে নুরাবাদ ইউনিয়নের মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে চোর চক্র৷ বুধবার রাতে দুলারহাট থানার এক পুলিশ সদস্যসহ, নুরাবাদ ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন ও পল্লীচিকিৎসক কামরুল ইসলামের ৩টি মোটরসাইকেল নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। এছাড়া দুলারহাট বাজারে গত দুই বছরে প্রায় ৪০টি দোকান ঘর চুরি হয়েছে৷ ইদানিং প্রায় প্রতি রাতেই দুর্দান্ত চুরির ঘটনা ঘটলেও অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। এখন পর্যন্ত কোন চোরকে গ্রেফতার করতে না পারায় সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে পুলিশের উপর।
চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক এম আবু সিদ্দিক বলেন, চরফ্যাশন উপজেলায় বর্তমানে মাদকাসক্তের সংখ্যা লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে৷ মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে তারা দিনে ও রাতে বিভিন্ন চুরি-ছিনতাই এর সাথে জরিয়ে পড়ছে৷ এমন ব্যাক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় না আনতে পারলে ভবিষ্যত প্রজন্ম হুমকির সম্মুখীন হবে৷
এবিষয়ে দুলারহাট থানা পুলিশ তদন্ত মোঃ আলাউদ্দিন বলেন, আমরা মোটরসাইকেল চুরির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি৷ এখন পর্যন্ত কোন সন্ধান পাইনি৷ আশা করছি খুব শীঘ্রই মোটরসাইকেল উদ্ধার করে চোর চক্র কে গ্রেপ্তার করতে সক্ষম হবো৷