রবিবার ● ৭ মার্চ ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উৎযাপন
চরফ্যাশনে বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উৎযাপন
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য এই দিনটি বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় চরফ্যাশন উপজেলায় পালন করা হয়েছে৷
রবিবার (৭ মার্চ) সকাল থেকে চরফ্যাশন উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে আলাদা আলাদা ভাবে এ দিবস টি পালন করা হয়েছে৷
কর্মসূচির মধ্যে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা, অঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ছিল উল্লেখ যোগ্য৷
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ।
এসময় অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষনের মধ্য দিয়ে সেদিন বাঙ্গালী জাতি মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পরেছিল৷ এরপর ২৬ মার্চ স্বাধীনতার মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ৷
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে৷