শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনে পিতার জমির অংশ চাইতে গিয়ে শালিস বৈঠকে মারামারি।। সাত জন হাসপাতালে।।
তজুমদ্দিনে পিতার জমির অংশ চাইতে গিয়ে শালিস বৈঠকে মারামারি।। সাত জন হাসপাতালে।।
স্টাফ রিপোর্টার।। তজুমদ্দিন উপজেলার চাচড়ায় বড় ভাই কামাল সর্দারের কাছে ভাই বোনেরা মৃত পিতার জমির অংশ দাবী করে শালিস বৈঠক ডাকে। শুক্রবার সকালে ওই শালিসদের উপস্থিতিতে মারামারি ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
সুত্রমতে জানাগেছে, তজুমদ্দিন থানার উত্তর চাচড়া মৌজার তৌজি নং ৩৩, জেএল নং ৫৩, খতিয়ান নং ১০৩৩ এর ৩ একর ৯৭ শতাংশ জমির মালিক মৃত মোঃ আজহার মিয়া গং। বড় ছেলে কামালউদ্দিন সর্দার ছলচাতুরী করে একাই এই জমি ভোগ করছেন বলে অন্যান্য ওয়ারিশদের অভিযোগ। এই নিয়ে শুক্রবার সকালে বাকী ৫ ভাই, ৪ বোন ও দুই মা মিলে শালিস বৈঠকের আয়োজন করেন। জমি চলে যাওয়ার আশংকায় কামাল সর্দার ও তার ছেলেরা শালিসদের সামনেই জাহানারা, জোসনা বেগম, আনিছল ও সিরাজকে পিটিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। এঘটনায় আহত সাতজন তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে। ওসি তদন্ত এনায়েত হোসেন বলেন, আহতরা চিকিৎসাধীন আছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।