সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশন পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডে বহিরাগত হেলমেট বাহিনীর বিরুদ্ধে অভিযোগ
চরফ্যাশন পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডে বহিরাগত হেলমেট বাহিনীর বিরুদ্ধে অভিযোগ
চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফখরুল আলম স্বপন এর বিরুদ্ধে বহিরাগত হেলমেট বাহিনী দিয়ে ভোটারদের হুমকি ধামকি ও বিনা কারনে দিনরাত মহড়া দেয়ার অভিযোগ করেছেন অপর কাউন্সিলর প্রার্থী মোঃ আবুল খায়ের নাজু পন্ডিত৷
সোমবার ২২ ফেব্রুয়ারী বেলা ১১টার সময় প্রতিপক্ষ প্রার্থী পাঞ্জাবী মার্কার মোঃ ফখরুল আলম স্বপন এর বিরুদ্ধে এই অভিযোগ করেন৷
উটপাখি মার্কার কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের নাজু পন্ডিত বলেন, আমার প্রতিপক্ষ পাঞ্জাবি মার্কার প্রার্থী ফখরুল আলম স্বপন লালমোহন, ভোলাসহ বিভিন্ন উপজেলা থেকে ভাড়া করে বহিরাগত লোকজন নিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে৷ ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দাখিল করেছি৷
পৌর ১নং ওয়ার্ডের উটপাখি মার্কার কর্মী হাসনাইন বলেন, পাঞ্জাবি মার্কার প্রার্থী বহিরাগত হেলমেট বাহিনী দিয়ে এলাকায় আতংক সৃষ্টি সহ আমাদের কর্মীদেরকে জোর করে তাদের সাথে ছবি তুলে বিভ্রান্তি সৃষ্টি করছে৷ টাকার বিনিময়ে ভোট ক্রয় করে কাউন্সিলর হওয়ার পায়তারা করছেন তিনি৷ আমরা বিশ্বাস করি এ ওয়ার্ডের জনগন তার ভয়-ভীতি ও টাকা কে উপেক্ষা করে ২৮শে ফেব্রুয়ারী বিপুল ভোটের ব্যবধানে উটপাখি মার্কায় ভোট দিয়ে আবুল খায়ের নাজু পন্ডিত কে বিজয়ী করবেন ইনশাআল্লাহ৷
অভিযোগ প্রসঙ্গে মুঠো ফোনে ফখরুল আলম স্বপন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, রাত ৮টার সময় কথা বলতে এখন ব্যস্ত আছেন৷