বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকুল » উন্নয়নের স্বার্থে চরফ্যাশন পৌর নির্বাচনে নৌকার বিকল্প নেই- হাসেম মহাজন
উন্নয়নের স্বার্থে চরফ্যাশন পৌর নির্বাচনে নৌকার বিকল্প নেই- হাসেম মহাজন
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা চরফ্যাশন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এইচ এম মোরশেদ এর নৌকা মার্কার সমর্থনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামীলীগ চরফ্যাশন পৌরসভা ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগ নেতা সুমন দফাদার৷
চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আবু জাহের ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌকা মার্কার মেয়র প্রার্থী এইচ এম মোরশেদ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, বাজার ব্যাসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি উপস্থিত ছিলেন৷
এছাড়াও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও ওসমানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জাকির হোসেন, পৌর যুবলীগ সভাপতি হাজী শহিদুল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল আলম বিপ্লব, বাকিবিল্লা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কুতুব, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারেফ হোসেন মুন্না, সিদ্দিকুর রহমান মোক্তাদি, মোস্তফা শাহ্জি, উপজেলা যুবলীগ নেতা মনির আসলামি, মাহাবুবুর রহমান, মাঈনুল ইসলাম মনির, জুটন মেম্বার, কবির মোল্লা, সোলায়মান মালতিয়া সহ আওয়ামিলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন৷
কর্মী সমাবেশে বক্তারা বলেন, ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দিন রাত পরিশ্রম করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভেরি ভাঙ্গা রোদ, অবকাঠামো উন্নয়ন, বিনোদন ও পর্যটন খাতে সীমাহীন উন্নয়নের মাধ্যমে চরফ্যাশন ও মনপুরাকে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক এলাকা হিসেবে সৃষ্টি করেছেন৷ এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে ২৮শে ফেব্রুয়ারী দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কে আমরা চরফ্যাশনের মেয়র পদটি উপহার দিব ইনশাআল্লাহ৷