রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে পুলিশের সামনে যুবদল নেতাকে মারধোর করলেন চাচাতো ভাই।
চরফ্যাশনে পুলিশের সামনে যুবদল নেতাকে মারধোর করলেন চাচাতো ভাই।
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি।
ভোলার চরফ্যাশন উপজেলা যুবদলের নেতা শাহ্ এমরান মুসাকে পুলিশের উপস্থিতিতে মারধোর করার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। সাথে ঘর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় আসবাবপত্র।
গতকাল চরফ্যাশন পৌরসভা ৭নং ওয়ার্ডের এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলার শিকার শাহ্ এমরান মুসা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নাসিরউদ্দিনের ছেলে।
জানা যায়, চাচাতো বোনের বিরুদ্ধে বদনাম রটানোর অভিযোগ তুলে চাচাতো ভাই ইব্রাহিম ও মেহেদি মুসার বসত ঘরে হামলা চালিয়ে দরজা জানালাসহ আসবাবপত্র ভাংচুর ও ওয়ার্ড কাউন্সিলর এবং চরফ্যাশন থানা পুলিশের সামনে মুসাকে মারধোর করে।
এবিষয়ে মুসা বলেন, ওরা গালমন্দ করে আমাদের ঘরের দিকে আসতে দেখে দরজা জানালা বন্ধ করে পরিবারসহ ঘরের ভিতরে ছিলাম। ইব্রাহীম ও মেহেদী আমাদের ঘর ভাংচুর করতে থাকলে ঘটনাটি পুলিশকে জানিয়ে সহয়তা কামনা করলে পুলিশ ঘটনা স্থলে যায়, একই সময়ে সেখানে স্থানীয় কাউন্সিলর মোস্তাহিদুল হক তানভিরও উপস্থিত হন। তারা বিষয়টি ফয়সালা দেয়ার চেষ্টা কালে চাচাতো ভাই মেহেদি এবং ইব্রাহীম আমাকে মারধর শুরু করেন। এসময় পুলিশ সদস্যরা উদ্বার না করে ঘটনাস্থলে নিরব দাঁড়িয়ে ছিলেন বলে সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন মুসা।
৭নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাহিদুল হক তানভির জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সমাধান দেয়ার চেষ্টা করেছেন তবে প্রতিপক্ষ ইব্রাহিম এবং মেহেদি তার সামনে মুসাকে মারধর করেছে। এসময় সেখানে অবস্থানরত পুলিশ মুসাকে উদ্ধার না করে হাতকড়া লাগানোর চেষ্টা করেন।
চরফ্যাশন থানা থেকে দ্বিতীয় দফায় এস আই ছিদ্দিকুর রহমানসহ ফোর্স ঘটনাস্থলে গিয়ে মুসাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করেন।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, হামলার ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।