রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন পৌরসভায় মোরশেদ সমর্থকদের বাঁধ ভাঙ্গা উল্লাস
চরফ্যাশন পৌরসভায় মোরশেদ সমর্থকদের বাঁধ ভাঙ্গা উল্লাস
জিল্লুর রহমান তুহিন, চরফ্যাশন প্রতিনিধি৷৷
আসন্ন চরফ্যাশন পৌরসভা নির্বাচনে এইচ এম মোরশেদ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় পৌর শহর মিছিলে মিছিলে মুখরিত হয়ে যায়৷ মোরশেদ সমর্থকদের বাঁধ ভাঙ্গা উল্লাস মেতে উঠে৷ অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি৷
রবিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টা থেকে চরফ্যাশন পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ি, কৃষক, শ্রমিকসহ সকল পেশাজীবি সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে খন্ড খন্ড মিছিল নিয়ে সন্ধ্যা ৭টায় চরফ্যাশন শহরে নৌকা মার্কার সমর্থনে মিছিল উৎসব শেষে এক পথসভায় অংশগ্রহণ করেন৷
পথসভায় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, তৃণমূল নেতাকর্মিদের মতামতকে প্রাধান্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম মোরশেদ কে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ ২৮ ফেব্রুয়ারী ভোট প্রয়োগের মাধ্যমে নৌকার বিজয় সুনিশ্চিত করে চরফ্যাশন পৌরসভার মেয়র বাংলাদেশের আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কে উপহার দিব ইনশাআল্লাহ৷