শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে আলুর বাম্পার ফলনের আশাবাদী চাষিরা
তজুমদ্দিনে আলুর বাম্পার ফলনের আশাবাদী চাষিরা
শরীফ আল-আমীন ॥
ভোলার তজুমদ্দিন উপজেলার প্রত্যান্ত অঞ্চলে এ বছর ব্যাপক হারে আলু চাষ হয়েছে। বিগত বছরের তুলনায় বাম্পার ফলনের আশাবাদীও চাষিরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, আলু চাষ বেশ লাভ জনক হওয়ায় অন্য বছরের তুলনায় এ উপজেলার এবার বেশি পরিমান আলু চাষ হয়েছে। এখানে সাধারণত ডায়মন্ড ও হাইব্রিড দুটি জাতের আলু চাষ হয়। তবে উচ্চ ফলনের আশায় অধিকাংশ কৃষকেরা ডায়মন্ড জাতের বীজ বেশি রোপণ করেছে। উপজেলার ৫টি ইউনিয়ন ৪শ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার মে.টন।
একাদিক কৃষকেরা জানান, বিগত বছরগুলোর তুলনায় এবার সার, কীটনাশক, বীজের দাম অনেকটা কম এবং আবহাওয়া অনুকূলে থাকায় মাঠ জুড়ে তারা আলু চাষ করেছেন।
শম্ভুপুর ইউনিয়নের আলু চাষি মোঃ নুরনবী জানায় তিনি ১২ একর জমিতে আলু চাষাবাদ করেছেন। প্রতি একর জমিতে এ পর্যন্ত প্রায় ৯৬ হাজার টাকা করে খরচ হয়েছে। রোগ বলাই আক্রমন না করলে তিনি আলু চাষ করে বেশ লাভবান হওয়ার আশাবাদী।
আড়ালিয়া গ্রামের চাষি মোঃ ইউনুছ জানায়, ১০ একর জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করেছেন। কিছুদিনের মধ্যে আলু তোলা যাবে। আলু গাছ অনেকটা রোগমুক্ত এবং ভালো পরিচর্যা করায় আলুর বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে গতবছর আলুর বীজ রোপনের কিছুদিন পরেই বৃষ্টিতে জমিতে পানি জমে আলু গাছ পচে যাওয়ায় কৃষকেরা ব্যাপক ক্ষতির সন্মুখীন হলেও এবছর আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের ক্ষতি পুষিয়ে বেশ লাভবান হবে বলে আশাবাদী চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন মিয়া বলেন, আলুর জন্য ক্ষতিকর হরো ঘন কুয়াশা যা এখনো দেখা যায়নি। তাই রোগ বালাইয়ের সম্ভাবনা নেই। এছাড়া শুরু থেকেই আমরা কৃষকদের বিভিন্ন মরামর্শ দিয়ে থাকি তারাও সময়মত পরিচর্যা করায় আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।